ঢাকাবুধবার , ৩ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈদ উপহার পেল ঈশ্বরদীর বিভিন্ন মসজিদের ৯৬ ইমাম

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
এপ্রিল ৩, ২০২৪ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের উপহার পেয়েছে ৯৬ জন ইমাম ও মোয়াজ্জেম। মঙ্গলবার (২রা এপ্রিল) দুপুরে ঈশ্বরদী পৌরসভার আয়োজনে তাদের ঈদ উপহার তুলেদেন পৌর মেয়র ইসহাক আলী মালিথা।

ঈশ্বরদী পৌর শহরের ৪৭ টি মসজিদের ৯৬ জন ইমাম ও মোয়াজ্জেমকে ঈদের উপহার হিসেবে জোব্বা-পায়জামার কাপড় এবং এগুলো তৈরী করার জন্য নগদ টাকা উপহার দেয়া হয়েছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, কাউন্সিলর আবুল হাশেম, ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ওলিউল্লাহ প্রমূখ।

ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা তার বক্তব্যে বলেন, আসন্ন মাহে রমজানের ঈদ উপলক্ষে পৌর শহরের মসজিদগুলোর ইমাম ও মোয়াজ্জেমদের বিশেষভাবে সম্মানজানাতে জোব্বা ও পায়জামার কাপড়সহ পোশাক তৈরীর খরচের টাকা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবারও বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, পৌর শহরের ৪৭ টি মসজিদের ইমাম ও মোয়াজ্জেম এবং দুইজন খাদেমদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। পরবর্তিতে সকল শহরের সকল মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের মাঝে এসব উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হবে।
ঈশ্বরদী পৌরসভার স্টোর কিপার খায়রুল ইসলাম লিটনের সঞ্চালনায় বিতরণের আগে পৌরসভা ও দেশের কল্যাণ এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!