ঢাকারবিবার , ৫ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে র‌্যাবের অভিযানে গ্রেফতার-১২

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
মে ৫, ২০২৪ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে র‌্যাবের অভিযানে ১২ জন গ্রেফতার, একটি স্কেভেটর ও ৫ টি ট্রাক আটক ।

শনিবার বিকাল ৪ টার দিকে উপজেলা লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদা দাদাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঈশ^রদী উপজেলার বিলকেদার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন প্রামানিক এর ছেলে মোঃ জামিরুল (৪২), কামিরুল প্রামানিকের ছেলে মোঃ রুমন হোসেন (১৯), বাবলু মালিথার ছেলে মোঃ বাধন (১৯), ভেলুপাড়া এলাকার নাজমুল হোসেনের ছেলে মোঃ ইমন ইসলাম (১৯), মোঃ নাজমুল হোসেনের ছেলে মোঃ ইমন ইসলাম (১৯), নতুন রুপপুর গ্রামের মৃত নান্নু মালিথার ছেলে মোঃ ইমরান মালিথা (১৯), ফতেপুর গ্রামের মৃত ফজলুল হক এর ছেলে মোঃ ফয়সাল হোসেন (৩২), সাহাপুর গ্রামের মৃত আঃ সামাদ আলীর ছেলে মোঃ শুভ (২৪), চররুপপুর জিগাতলা এলাকার মোঃ খায়রুল মোল্লার ছেলে মোঃ মোহন মোল্লা (২৯), আলহাজ¦ মোড়ের মোঃ লিয়াকত আলীর ছেলে মোঃ সিয়াম (১৯), আটঘরিয়া থানার নাগদাহ গ্রামের মোঃ ইব্রাহিম এর ছেলে মোঃ মাসুম আলী (৩০), মোঃ আকবর আলীর ছেলে মোঃ সাগর (১৯) ও পাবনা সদর উপজেলার মির্জাপুর গ্রামের মোঃ আলাউদ্দিন এর ছেলে মোঃ রজমান প্রাং (২০)।
র‌্যাব জানায়, বিলকেদার দাদাপুর এলাকায় পদ্মার শাখা নদী হতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলন করে ক্রয়-বিক্রয় করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে একটি স্কেভেটর ও ৫ টি ট্রাক সহ তাদের আটক করা হয়।

র‌্যাব আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের অভিযোগে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক মামলা দায়ের করে জব্দকৃত আলমতসহ তাদেরকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!