ঢাকাবৃহস্পতিবার , ৬ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জুন ৬, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
ঈশ্বরদীতে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি সম্প্রসারণের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে (৬ জুন) বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ঈশ্বরদী উপজেলা শাখার স্থানীয় কমিশনার খালেদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদু বালা শীল জেলা কমিশনার পাবনা, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন।
গার্ল গাইড ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকিয়া খাতুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহম্মেদ কিরণ, বাংলাদেশ স্কাউট ঈশ্বরদী উপজেলা শাখার কমিশনার গোলাম রসুল, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন পূর্ব টেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমসেদ আলী, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান রবি, দাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও প্রাথমিক বিদ্যালয় থেকে ২০ জন হলদে পাখি অংশ গ্রহণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ তার বক্তব্যে বলেন হলদে পাখি সম্প্রসারণ কর্মসূচি সফল বাস্তবায়নে এবং সকল প্রাথমিক বিদ্যালয়কে অংশ গ্রহনে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন।

মতবিনিময় সভা শেষে জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!