ঢাকাবুধবার , ৬ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ৫ ডাকাত গ্রেফতার

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
মার্চ ৬, ২০২৪ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন মোকারমপুর গ্রামে কৃষকের বাড়িতে ডাকাতির ১৩ দিনপর আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ডাকাতির সময় খোয়া যাওয়া মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়েছে ।

বুধবার দুপুরে ঈশ্বরদী থানা মিলনায়তকক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন ওসি মোঃ রফিকুল ইসলাম।

আটককৃত ডাকাত সদস্যরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদীর মোকারামপুর গ্রামের মনিরুল ইসলাম শিপনের ছেলে মোঃ শিশির প্রামানিক (২২), পাবনা সদর থানার বড়দিক শাইল ( রয়েজ মোড় সংলগ্ন) সেলিম প্রামানিকের ছেলে মোঃ মাহাবুল আলী (৩৬), ভাঙ্গুরা চৌবাড়িয়া হারুপাড়ার আফসার আলীর ছেলে মোঃ হাসিনুর রহমান হাসু (২৪), আতাইকুলার বামনডাঙ্গা মৃত আফজাল হোসেনের ছেলে মোঃ মোমিন (৩৩), আতাইকুলার সাদুল্লাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খোকন জমাদ্দারের ছেলে মোঃ সবুজ জমাদ্দার (২২)।

প্রেস ব্রিফিং ও মামলা সুত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক আড়াইটার দিকে ৫-৬ জনের একটি ডাকাতদল ঈশ্বরদীর মোকারামপুর দক্ষিণপাড়ার ইদ্দিস আলীর ছেলে কৃষক বাবুল হোসেনের বাড়ির দরজায় লাগানো তালা কেটে ভেতরে প্রবেশ করে। বাড়িতে থাকা বাবুলের স্ত্রী এবং কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি ও বাধা দেওয়ায় বাবুলকে কুপিয়ে জখম করে তাদের নিকট থেকে স্বর্ন ও রুপার গহনা, মোবাইল ফোন ও নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়।

সুত্র মতে, মামলার তদন্তকারী কর্মকর্তা আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ হাসান বাসির ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আন্তঃজেলা ডাকাত সদস্যদের ৫ জনকে গ্রেফতার করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে পাবনা জেলার বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। আটকৃতদের পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!