ঢাকাবুধবার , ৭ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নাচে জাতীয় পর্যায়ে পুরস্কার পেল রাঙামাটির নীলা

বার্তাকক্ষঃ
জুন ৭, ২০২৩ ৯:২০ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

রাঙামাটি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ের লোকনৃত্যে ‘খ’ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে রাঙামাটির নীলা ধর বিন্তি।

নীলা রাঙামাটির কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে মঙ্গলবার (৬ জুন) ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতীয় পর্যায়ে নীলার এ সাফল্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার মাহাবুব শাহজালাল, উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত তাকে অভিনন্দন জানিয়েছেন।

কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি ও কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজের নৃত্য প্রশিক্ষক সঙ্গীতা দত্ত অ্যানির কাছে দীর্ঘ ১২ বছর ধরে সাধারণ, লোক, ভরত ও উচ্চাঙ্গ নৃত্যে প্রশিক্ষণ নিচ্ছে নীলা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!