পাবনার সাঁথিয়ায় মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মাধপুর হাইওয়ে পুলিশ। উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের আমাইকোলা ফিলিং স্টেশন এলাকা থেকে শুক্রবার(২২march) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনও তার নাম–পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেন স্থানীয়রা। পরে মাধপুর হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।
ওসি জয়নাল আবেদীন জানান, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় গাড়ির সঙ্গে আঘাত লেগে মহাসড়কের পাশে ছিটকে পড়েন ওই ব্যক্তি। তার পরিচয় জানা যায়নি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।