পাবনার ঈশ^রদী স্টেশনরোড এলাকা থেকে কিশোর গ্যাংয়ের সক্রিয় ৮ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পাবনা’র একটি আভিযানিক দল।
র্যাবের প্রেস রিলিজ থেকে জানাগেছে, পাবনা জেলার ঈশ^রদী থানাধীন স্টেশনরোড এলাকায় কতিপয় কিশোর গ্যাং গ্রুপের সদস্য এলাকার জন সাধারণের শান্তি শৃঙ্খলা বিঘœ করাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলো।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-২,পাবনা এর চৌকষ আভিযানিক দল অদ্য ২৪ মার্চ, ২০২৪ তারিখ ০০.৪০ ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে পাবনা জেলার ঈশ^রদী থানাধীন স্টেশনরোড এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং গ্রæপের সক্রিয় সদস্য ঈশ^রদী কাচারীপাড়া এলাকার মো. শাকিল রহমান এর ছেলে মো. জোবায়ের রহমান (১৭), আমবাগান এলকার মো. আব্দুর রহিম এর ছেলে মো. রোহান (২১), মো. জাবেদ এর ছেলে মো. আল আমিন (১৭), মৃত লিটন এর ছেলে মো. বাপ্পী (১৬), মো. আনিস এর ছেলে মো. রাকিব (১৭), কদমতলা এলকার মো. জাহাঙ্গীর এর ছেলে মো. শিহাব(১৬), মো. মুরাদ হোসেন এর ছেলে মো. মেহেরাব (১৭), এবং পূর্বটেংরী ঈদগাহরোড এলাকার মো. হাসান আলীর ছেলে মো. তাহসিন (১৭) কে আটক করা হয় এবং তাদের নিকট থেকে ০৬ (ছয়) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর প্রেস রিলিজ থেকে আরো জানা যায়, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উল্লেখিত কিশোর গ্যাং গ্রæপের সদস্যরা পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন বিভিন্ন রাস্তাঘাটে ও গলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যূতা, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।