পাবনার ঈশ্বরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবন মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য বরাদ্দকৃত শিক্ষা বৃত্তি, বাইসাইকেল বিতরণ ও ঘর হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্তরে শিশুদের জন্য ফিতা কেটে শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন করা হয়। তার আগে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্তরে বিভাগীয় কমিশনার পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বুধবার (২৭-ই মার্চ) সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল বিতরণ, ঘর হস্তান্তর এবং ফিতা কেটে শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।
পাবনা জেলা প্রশাসক মূঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি. এম. রাহসিন কবির, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সূধিজন।
আলোচনা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২ জন হতদরিদ্র পরিবারকে ঘরের চাবি হস্তান্তর সহ প্রথম থেকে ৫ম শ্রেণির ১৮ জন শিক্ষার্থীর প্রতিজনকে ২ হাজার ৫শ’ টাকা, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১২ জন শিক্ষার্থীর প্রতিজনকে ৬ হাজার টাকা। একাদশ ও দ্বাদশ শ্রেণির ৬ জন শিক্ষার্থীর প্রতিজনকে ৯ হাজার ৫শ’ টাকা এবং ৪ জন শিক্ষার্থীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।