ঢাকাসোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মাদক সেবনকারীদের আড্ডা স্থল পাবনা জেলা শিক্ষা অফিস কম্পাউন্ড

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক:

মাদক সেবনকারীদের আড্ডা স্থল বা মাদক সেবন কেন্দ্রে পরিণত হয়েছে পাবনার শহরের লাইব্রেরী বাজারস্থ পাবনা জেলা শিক্ষা অফিস কম্পাউন্ড। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে গিয়ে দেখা যায়, শিক্ষা অফিস কম্পাউন্ডের ভিতরে ছড়িয়ে রয়েছে অগনিত ফেন্সিডিলের বোতল, গাঁজা ও ইয়াবা খাওয়ার উপকরণ।

জানা যায়, সন্ধা নামলেই এখানে শুরু হয় বিভিন্ন ধরনের বখাটেদের আড্ডা। যেকারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আশপাশের রাস্তা, বিঘ্নিত হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই অবস্থা থেকে উত্তোরনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা। সেইসাথে পাবনা শিক্ষা অফিস কম্পাউন্ড কে পরিস্কার -পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রুপ দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

পাবনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহম্মদ ইউসুফ রেজা বলেন , মাদক তো আর আমরা খাই না এমনকি অফিস চলাকালীন সময়ে বাহিরের কেউ প্রবেশ করে না। তবে অফিস ছুটির পরে বিভিন্ন লোকজন আসলেও রাজনৈতিক কারণে কিছু বলা সম্ভব হয় না।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!