থানচি থানার পর এবার বান্দরবানের আলীকদম ২৬ মাইল এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টে গুলির শব্দ পাওয়া গেছে। তবে কারা গুলি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৬ মাইল এলাকায় গুলির খবর শুনেছি। তবে দুই পক্ষের মধ্যে গোলাগুলি কি না বা কে কী কারণে গুলি ছুড়েছে তা সঠিক জানি না। খোঁজ নিয়ে পরে জানা যাবে।
স্থানীয় সূত্র জানায়, দুটি চাঁন্দের গাড়িতে করে সন্ত্রীদের অন্তত ৩০ জনের দল রাত সাড়ে ১২টার দিকে চেকপোস্ট ভেঙে আলীকদমের দিকে যায়। এসময় তারা আলীকদম থানায় যাচ্ছে- এমনটা বলাবলি করতে শুনতে পান স্থানীয়রা।
সূত্র আরও জানায়, সন্ত্রাসীরা রাত আড়াইটা পর্যন্ত ডিম পাহাড় এলাকায় অবস্থান করছিল। ২৬ মাইল চেকপোস্টে হামলার ঘটনায় ২২ মাইল চেকপোস্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।