পাবনার ঈশ্বরদীতে মানসিক প্রতিবন্ধি (১২) এক শিশুকে ধর্ষণের চেষ্টা করায় থানায় দায়ের করা অভিযোগ প্রত্যাহার করতে বাদীসহ ভুক্তভোগি পরিবারের সদস্যদের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।
গতকাল ( রোববার) সকালে শহরের ফতেমোহাম্মাদপুর এমএস কলোনির তিনতলা এলাকায় ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।
থানায় দায়ের করা অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ওই শিশুর বাবা ও মা তার মানসিক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে প্রতিদিনের মতো বাইরে কাজে যান। এই সময় ওই শিশুর প্রতিবেশি মোঃ কুটিনের বাড়িতে তার শ্যালক মোঃ কালু (৩২) বেড়াতে আসেন।
মেয়েটিকে বাড়িতে একা পেয়ে নানা রকম ভয়ভীতি দেখি জাপটে নানাভাবে শ্লীলতাহানিসহ ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটির চিৎকারে লোকজন ছুটে এসে ধর্ষণের চেষ্টাকারী মোঃ কালুকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে মোঃ কুটিন ও তার শ্যালক মোঃ কালুর আত্মীয় শহরের মশুরিয়াপাড়ার মৃত আইয়ুব হুজুরের ছেলে আকমাল (৪০) তার ৩/৪জন সহযোগিকে নিয়ে এসে কালুকে ছাড়িয়ে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী আলামিন ও লাল চাঁদ জানান, ঘটনার সময় ওই মেয়েটি বাড়িতে একা ছিল। বাড়ির ভিতর থেকে আসা মেয়েটির চিৎকার শুনে ভেতরে যাওয়া হয়। মেয়েটিকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টাকালে কালুকে হাতেনাতে আটক করা হয়।
মেয়েটির পরিবার সুত্র জানান, অভিযোগ প্রত্যাহার করার জন্য শহরের কিছু উৎশৃঙ্খল যুবক মেয়েটির বাবাসহ পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদান করছে। এই কারণে তারা সবাই নিরাপত্তাহীনতায় ভূগছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ মনিরুল ইসলাম জানান, ধর্ষন চেষ্টায় অভিযুক্ত মোঃ কালুসহ অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।