ঢাকাসোমবার , ১১ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় বিদেশী পিস্তলসহ যুবক আটক

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
মার্চ ১১, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে বিদেশী পিস্তলসহ শাহরিয়ার আজাদ উৎসব (১৯) নামের এক যুবককে আটক করেছে সিপিসি-২, র‌্যাব-১২, পাবনা।
গত রোববার (১০ মার্চ) রাত সোয়া ১০ টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা থেকে আওতাপাড়াগামী আধাপাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

এই সময় তার নিকট থেকে একটি (৭.৬২ এম এম) বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন, একটি মোবাইল সেট, দুটি সীমকার্ড ও নগদ ১৮৫/- টাকা উদ্ধার করা হয়।

আটক উৎসব ঈশ্বরদীর বাঁশেরবাদা স্কুলপাড়ার মোঃ আজাদুর রহমানের ছেলে।
র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান জানান, আটক শাহরিয়ার আজাদ উৎসব দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ অস্ত্র দেখিয়ে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকার জন সাধারণকে ভয়ভীতি প্রদান করে আসছিল।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে একজনকে পলাতক দেখিয়ে দুজনের নামে অস্ত্র মামলা দায়ের করেছে। অস্ত্রসহ আটক শাহরিয়ার আজাদ উৎসবকে আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!