ঢাকামঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে প্রতিবন্ধি নাতনীকে ধর্ষণের দায়ে নানা আটক

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
মার্চ ১৯, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পিতার মৃত্যুর পর নানার বাড়িতে থাকা ১৪ বছরের মানসিক প্রতিবন্ধি নাতনিকে ধর্ষণ করায় ৭০ বছরের বৃদ্ধ নানা মোঃ সূর্য মিধাকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৮ মার্চ) অভিযোগ থানায় অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পাবনার ঈশ^রদী উপজেলার সলিমপুরের জয়নগর মধ্যপাড়া পরিদর্শন করেছেন পাবনা জেলা পুলিশ সুপার আকবার আলী মুন্সিসহ থানা পুলিশ।

ধর্ষক নানা ঈশ্বরদী উপজেলার সলিমপুরের জয়নগর মধ্যপাড়ার মৃত আকন মৃধার ছেলে। প্রতিবেশি, ভিক্টিমের নানী ও থানায় দায়ের করা এজাহার সুত্রে জানা যায়, পিতার মৃত্যুর পর ভুক্তভোগি মানসিকভাবে প্রতিবন্ধি নাতনি জয়নগর মধ্যপাড়াস্থ নানার বাড়িতে নানির নিকট থাকতো। ঘটনার দিন গত ১১ মার্চ (সোমবার) সকাল ১১ টার দিকে ভুক্তভোগি নাতনি নানির কক্ষে শুয়ে ছিল। এই সময় নানি বাড়ির বাহিরে কাজ করতে ছিলেন। বিছানায় নাতনিকে একাপেয়ে জোরপূর্বক মুখ চেপে ধরে ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে নানা। পরে নানী বাড়িতে এসে নাতনিকে কান্না করতে দেখে জিজ্ঞাসা করে। তখন বিষয়টি নানীকে জানিয়ে দেয় নাতনি। নানী ঘটনাটি পরিবারসহ আত্মীয় স্বজনকে জানান। কিন্তু কেউ কোন বিচার না করায় অপরাধী নানার শাস্তির দাবীতে নানী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ মনিরুল ইসলাম জানান, ভুক্তভোগি নাতনির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। ধর্ষক নানাকে আটক করা হয়েছে। পাবনার পুলিশ সুপার আকবার আলী মুন্সিসহ থানা পুলিশ ঘটনাস্থল পরির্দন করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!