ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলাম পাড়া মৃত মেহের আলী এর পুত্র আব্দুর সালাম (৪২) নামের মাদক ব্যবসায়ী মাদক মামলায় যাবজ্জীবন রায় প্রদান করেন আদালত। রায় হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
ঈশ্বরদী থানার উপপুলিশ পরিদর্শক মো. আব্দুল বারী জানান, ২২ মার্চ শুকবার রাত ৮ টার সময় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলাম পাড়ায় নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ঈশ্বরদী থানার উপপুলিশ পরিদর্শক মো : আব্দুল বারী জানান,জি,আর মামলা নং- ১৪০/২০০৫ ঈশ্বরদী একটি মাদক মামলায় আব্দুর সালাম (৪২) নামে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদ এর ভিত্তিতে তাৎক্ষণিক আসামির বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২৩ মার্চ ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।