ঢাকাবুধবার , ৩ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
এপ্রিল ৩, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে ঘরে পেট্টল ঢেলে আগুন ধরিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২রা এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২ টার সময় উপজেলার সাহাপুর ইউনিয়নের মন্ত্রীমোড়স্থ মৃত মল্লিক সরদারের ছেলে বাচ্চু মল্লিকের বাড়িতে ঘরে আগুন ধরিয়ে হত্যা চেষ্টার এ ঘটনা ঘটে।

প্রতিবেশী এবং পরিবার সূত্রে জানাযায়, যখন ঘুমের সাগরে নিমজ্জিত সমস্ত এলাকা ঠিক তখনই কে বা কাহারা শত্রুতা বশত বাচ্চু মল্লিকের পরিবারকে আগুনে পুড়িয়ে মারতে ঘরে পেট্টল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। শরীরে আগুনের আঁচ লেগে ঘুম ভাঙ্গে বাচ্চু, তার স্ত্রী এবং সন্তানদের। তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ভেলে। তবে বাচ্চুর পরিবারের সবাই প্রাণে বেঁচে গেলও দেড় ঘন্টার আগুনে পুড়ে ছাই হয়েছে তাদের সবকিছু । এই ঘটনায় ভীতস্ত এবং আতঙ্কিত পুরো পরিবারসহ এলাকাবাসী।

রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কান্তি কুমার মোদক জানান, আগুন লাগার খবর পেয়ে ভোর ৪ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে রুপপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। মামলার প্রস্ততি চলছে বলে জেনেছি। তবে এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!