পাবনার ঈশ^রদীতে অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত।
শনিবার (৫ মে) সকাল পৌনে এগারোটার দিকে পাবনা র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল জনাব শাহাদাত হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঈশ্বরদী, পাবনাকে সাথে নিয়ে ঈশ্বরদী থানাধীন দাদাপুর লক্ষীকোন্ডা এলাকায় ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করেন।
এসময় ‘এমবিবি’ নামক ইটভাটায় মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলার দাদাপুর গ্রামের মৃত আহাদ আলী মল্লিক এর ছেলে মোঃ পান্নু মল্লিক(৪৬) কে এক লক্ষ টাকা, একই এলাকার ‘এ ব্রিকস’ নামক ইটভাটার মালিক মৃত আঃ মোমিন প্রামানিক এর ছেলে মোঃ পিন্টু (৪৭) কে পঞ্চাশ হাজার টাকা জরিমনা করা হয়।
র্যাব এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান জানান, ইট ভাটা প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ অমান্য করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানদ্বয়কে মামলা নং-৮১/২৪, তারিখঃ ৫/৫/২০২৪ এবং মামলা নং-৮২/২৪ তারিখঃ ৫/৫/২০২৪ মূলে সর্বমোট (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, র্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে এবং সকল প্রকার অভিযান অব্যাহত থাকবে।