ঢাকাশুক্রবার , ২১ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আছাদ চানাচুর কোম্পানির মালিক হেরোইনসহ আটক

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জুন ২১, ২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

পাবনা ঈশ্বরদীর জনপ্রিয় আছাদ চানাচুর কোম্পানি লিমিটেডের মালিক আশিকুর রহমান সুজনকে (৪২) হেরোইনসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে পৌর শহরের নুরমহল্লা বস্তিপাড়ার কালুর বাড়ি থেকে আটক করে আমবাগান পুলিশ ফাঁড়ি।

আটক সুজন পৌর শহরের নুরমহল্লার মৃত বদর উদ্দিনের ছেলে ও আছাদ চানাচুর কোঃ লিঃ মালিকদের মধ্যে একজন। এ সময় একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ রনি ওরফে কালু (৩০) নামের একজনকেও আটক করা হয়েছে। আটকের সময় সুজনের নিকট থেকে বেশ কিছু গ্রাম হেরোইন উদ্ধার করা।

স্থানীয় এলাকাবাসী জানান, ঈশ্বরদীর জনপ্রিয় আছাদ চানাচুর কোম্পানি লিমিটেড মালিক বদর উদ্দিন বিয়ে করার আগে ভাতিজা আছাদের নামে চানাচুর ফ্যাক্টরি স্থাপন করেন। আছাদ চানাচুর নামেই প্রতিষ্ঠানটি ঈশ্বরদীসহ আশেপাশের এলাকায় প্রচার পায়। শিল্পপতি বদর উদ্দিন মারা গেলে কোম্পানিটির ওয়ারিশ সুত্রে তিন ছেলে মালিক হন। এদের একজন আশিকুর রহমান সুজন।

এলাকাবাসী ও থানা সুত্র জানায়, আছাদ চানাচুর কোম্পানির আড়ালে পরিবারের সদস্যরা মাদক ব্যবসা করে থাকতে পারে। কারণ এর আগে কোম্পানির অপর এক মালিক পুলিশের হাতে ফেন্সিডিলসহ আটক হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!