ঈশ্বরদী-পাবনা প্রতিনিধি:
নিখোঁজের সাত দিন পর মিলল মোঃ সিরাজ ফকির (৬৫) নামের রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক শ্রমিকের মরদেহ।
শনিবার (৩১ আগষ্ট) দুপুর ১.১৫ টার দিকে পাবনার ঈশ্বরদী পৌরসবার রহিমপুর গ্রামের মো. বুলবুল এর বাড়ীর চতুর্থ তলার বাথরুম থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে ২৪ আগষ্ট (শনিবার) সকালে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ শেষে সকাল ৮ টার দিকে ইজিবাইক যোগে ঈশ্বরদী শহরে যাওয়ার পথে নিখোঁজ হন মোঃ সিরাজ ফকির ।
নিহত মোঃ সিরাজ ফকির পাবনার ঈশ্বরদী উপজেলার কৈুন্ডা গ্রামের মৃত জলিল ফকির এর ছেলে ।
বাড়ির মালিক মো. বুলবুল হোসেন জানান, ঈশ্বরদী উপজেলার বড়ইচারা গ্রামের আজিবর রহমানের ছেলে মো. শাজাহান (২৮) ও তার স্ত্রী ২২ শে আগস্ট আমার চারতলা ফ্লাট বাড়ীর চতুর্থতলা ভাড়া নিয়ে ওঠে । আমি আজ সকাল ৮ টার সময় উপর থেকে পঁচা গন্ধ পেয়ে উপরে যায় এবং হাতপা বাধা অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেই। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ১.১৫ টার দিকে অর্ধগলিত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। এসময় ভাড়াটিয়া মো. শাজাহান ও তার স্ত্রী বাসায় ছিলেন না।
নিহত সিরাজ ফকির এর ছেলের ২৬ আগষ্ট, ঈশ্বরদী থানায় জিডি নং ১০৮১ থেকে জানা যায়, নিহত সিরাজ ফকির ২৪ আগষ্ট সকালে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ শেষে সকাল ৮ টার দিকে ইজিবাইক যোগে ঈশ্বরদী শহরে যাওয়ার পথে নিখোঁজ হন।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। প্রাথমিক তদন্তের কাজ চলমান রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং উক্ত ঘটনায় জড়িততদের চিহ্নিত ও আটকের চেষ্টা অব্যাহত আছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।