(ঈশ্বরদী-পাবনা) প্রতিনিধি:
পাবনা জেলার ঈশ্বরদীতে গত ২৭/১০/ ২০১৩ ইং তারিখে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগে ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন কে এক নম্বর আসামী করে বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের ২৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিছুন্নবী বিশ্বাস ।
এই মামলায় অজ্ঞাতনামা আসামি ছিল ১০০ / ১৫০ জন । মামলা নম্বর ৩৫৫/১৩ অভিযুক্ত করেছিলেন এক নম্বর আসামি ইমরুল কায়েস সুমনের হুকুমে আসামিরা অতর্কিত হামলা চালিয়ে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করেন, সকল আসামীরা একত্রিত ভাবে হামলা করিয়া আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন এবং পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে বলে এজাহারে অভিযোগ করেন।
মামলাটি দীর্ঘ প্রায় ১২ বছর পর গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে পাবনা জেলা আদালত চিফ জুডিশিয়াল মোহাম্মদ মোস্তফা কামাল আসামিদের নির্দোষ ও খালাস প্রদান করেন।
খালাস প্রাপ্তরা হলেন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরুল কায়েস সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, যুবনেতা জাকির হোসেন জুয়েল, সোনামণি, শ্যামল, অটল, ফুল জুয়েল, জাহাঙ্গীর, রিপন, সুজন, হাসান, জনি, মিলন, মানিক, নিফা, রতন, তনু, সেলিম, ইনাত, জিয়া, ঝন্টু, আজিজল, বজলু, টিটু খন্দকার, ডেগার, নরসাদ, সাইদুল,।