ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে বাড়িতে ঢুকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
অক্টোবর ২৪, ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

 ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদী থানার স্কুলপাড়াতে বসত বাড়িতে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ১০/১২ জনের সংঘবদ্ধ একটি দল ৩,৮০,০০০ টাকা বাড়ির স্বয়ং কক্ষ থেকে টাকা ছিনতাই করে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২১ অক্টোবর) রাত ১১:৩০ ঘটিকায় দিকে ঈশ্বরদীর স্কুলপাড়ার ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার বোগদাদ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরবর্তীতে ঈশ্বরদী থানায় এ বিষয়ে অভিযোগ করেছে বোগদাদ হোসেনের স্ত্রী মোছাঃ লিলি বেগম। অভিযোগপত্র অনুযায়ী জানা যায়, ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল সোমবার রাত ১১:৩০ ঘটিকায় বোগদাদ হোসেনের বাড়িতে জোরপূর্বক বাড়ির মধ্যে প্রবেশ করে ছিনতাইকারীরা । কক্ষে প্রবেশের সময় তাদের হাতে ছিল পিস্তল, ধারালো চাকু, লোহার রড ও লাঠি। ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে উপজেলার স্কুলপাড়ার আনোয়ার মনোয়ারের বাসার ভাড়াটিয়া মোঃ ইউসুফ (২৮), পিতা আজিজুল, স্কুলপাড়ার ইয়াছিন হোসেনের বাড়ির পেছনের মোঃ মুক্তার (২৯), পিতা- মোঃ ফরিদ গার্ড ও স্কুলপাড়ার মন্টু মেম্বারের বাড়ির সমানের মোঃ সাখাওয়াত (৩২)সহ অজ্ঞাত ৮/৯ জনের বিরুদ্ধে। ঈশ্বরদী থানায় অভিযোগ করার পরেও ওই পরিবারের সদস্যরা জান মাল নিয়ে আতংকের মধ্যে দিন পার করছে এবং নিরাপত্তাহীনতায় ভূগছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনা অভিযোগ পেয়েছি।  তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!