ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সুজানগরে চিহ্নিত প্রতারক কামরুল গ্রেপ্তার

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
নভেম্বর ১৪, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

জুবায়ের খান প্রিন্স, পাবনা:

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পাবনা’র তথ্যের ভিত্তিতে পাবনা জেলার সুজানগরে চিহ্নিত প্রতারক কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কামরুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন চাকরি প্রত্যাশীদের অর্থের মাধ্যমে চাকরি প্রদানের আশ্বাস দিয়ে অর্থ আত্মসাৎ করার সুনির্দিষ্ট প্রমান রয়েছে বলে নিশ্চিত করেছে জেলা এনএসআই পাবনা।

গ্রেফতারকৃত কামরুল হাসান পাবনা জেলার বেড়া পৌরসভার আলহেরানগর এলাকার মৃত মেহেদী হাসানের ছেলে। বুধবার বিকেলে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ থেকে ওই প্রতারককে আটক করে মালিফা ফাঁড়ি পুলিশ।

জানা যায়, সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নাজিরগঞ্জ বাজার এলাকায় মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদে সদ্য মৌখিক পরীক্ষা দেওয়া চাকরি প্রত্যাশীকে অর্থের মাধ্যমে চাকরি প্রদানের আশ্বাস ও অর্থ লেনদেনের সময় তাকে গ্রেফতার করা হয়। আটককৃত প্রতারক কামরুল গত ২০২৩ সালে প্রকাশিত মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণকারী পাবনা জেলার ১৩ জন চাকরি প্রত্যাশীদের তালিকা সংগ্রহ করে মোবাইলে তাদের সাথে যোগাযোগ করে ১১ লক্ষ টাকার বিনিময়ে চাকরি প্রদানের আশ্বাস প্রদান করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, আটককৃত প্রতারকের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!