ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত মাজদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, সাঁড়া ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে জামায়াতের কর্মী থাকবে। তিনি বলেন, এখন ঘরে বসে থাকার সময় নেই, আগামী ৫ মাসে ১৫ বছরের সমান কাজ করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ মানেই চোর। আওয়ামী লীগ ডাকাত, খুনিদের দল, ছিনতাইকারি দল। যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। তিনি বলেন, এসব চোরদের ইসলামের আইন অনুযায়ী হাত কেটে দেওয়া উচিত এবং খুনি হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তালিমুল কোরআন সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামানিক, পৌর আমির ও জেলা শুরা সদস্য মাওলানা গোলাম আজম খান, উপজেলা নায়েবে আমির মাওলানা নূর মোহাম্মদ, অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান, ওলামা সেক্রেটারি মাওলানা রফিউদ্দিন খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সেক্রেটারি বাকিবিল্লাহ খান, উপজেলা শুরা সদস্য বীরমুক্তিযোদ্ধা তৈয়ব আলী বিশ্বাস, উপজেলা মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুদ।
অন্যান্যের মধ্যে এসময় আরও বক্তব্য রাখেন সলিমপুর ইউনিয়ন আমির হাফেজ মাওলানা মাসউদুর রহমান, পাকশী ইউনিয়ন আমির ডা. ইবনুল কায়সার রাজ, সাহাপুর ইউনিয়ন আমির মাওলানা মোঃ সানাউল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আক্কাস আলী খান। সম্মেলনে ইউনিয়ন জামায়াতের পাঁচ শতাধিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সাঁড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতের অফিস উদ্বোধন করেন জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডলসহ নেতৃবৃন্দ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।