ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে উত্তরণ সোশ্যাল চেরিটেবল ট্রাস্ট” কর্তৃক ৬১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
নভেম্বর ১৬, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

 ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে সমাজের পিছিয়ে পরা মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলার দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আব্দুল হামিদ জিন্নান মিলনায়তনে আয়োজিত এক আয়োজনে এ অর্থ প্রদান করা হয়।

দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘উত্তরণ সোশ্যাল চেরিটেবল ট্রাস্ট” কর্তৃক আয়োজিত অত্র প্রতিষ্ঠানের মোট ৬১ জন শিক্ষার্থীকে মেধাক্রম অনুসারে বিভিন্ন অংকের নগদ অর্থ প্রদান করেন ট্রাস্টের সদস্যরা।

অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ও পাবনা জেলা জামায়াতের তারিমুল কুরআন বিভাগের সাধারণ সম্পাদক ও মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, উত্তরণ সোশ্যাল চেরিটেবল ট্রাস্টের সভাপতি সরওয়ার হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন,   অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আফরোজা বানু, মাওলানা জহুরুল ইসলাম, খাইরুল হাসান বাবু, উত্তরণ সোশ্যাল চেরিটেবল ট্রাস্টের অন্যান্য সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!