জুবায়ের খান প্রিন্স, পাবনা:
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে পাবনায় জাতীয়তাবাদী যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ১৯শে নভেম্বর (মঙ্গলবার) বিকালে পাবনা এ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এ যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল কবির পল সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক রাজীব আহসান,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল, বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সহ সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, পাবনা জেলা যুবদলের সভাপতি হিমেল রানা, সাধারন সম্পাদক মনির হোসেন, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান, সদস্য সচিব কমল শেখ টিটু, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স।
যৌথ কর্মীসভায় বক্তারা দেশে সাম্য প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয়তাবাদে বিশ্বাসী সকল রাজনৈতিক নেতাকর্মীদের একত্রে কাজ করার আহবান জানান।