জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পাবনার তথ্যানুযায়ী পাবনা’র মায়ের আঁচল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান রুবেল এর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়া ও রেজিষ্টার্ড চিকিৎসক ছাড়া রোগী ভর্তি ও অপারেশন করার দায়ে ক্লিনিকের স্বত্তাধিকারী আবু সাইদ কে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, একমাসের কারাদণ্ড ও সিভিল সার্জনের অনুমতি ব্যাতিত ক্লিনিক পরিচালনা স্থগিত করার নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান রুবেল।
অভিযানে ক্লিনিকের বিভিন্ন কক্ষ থেকে প্রাপ্ত কন্ডম সহ অন্যান্য আলামত জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। একটি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে জন্মনিরোধক (কন্ডোম), যৌন উত্তেজক ছিরাপ ও ক্লিনিকের চতুর্পাশে অগণিত ফেন্সিডিলের বোতল দেখে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ব্যক্তিবর্গ।
নাম প্রকাশ না করার শর্তে, মায়ের আঁচল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আশপাশের একাধিক যুবক বলেন, অনেক পুর্ব থেকেই এই ক্লিনিকে দেহ ব্যবসা চলে। আমরা এর আগে কয়েকবার অনৈতিক কাজে করা অবস্থায় ক্লিনিকের কয়েকজন কে আটক করেছিলাম। পরে অনেক মানুষের সুপারিশে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে ক্লিনিকের ভবন মালিক ( মহিলা) বলেন, ইতিপূর্বেও আমি এমন তথ্য পেয়ে সাইদ কে জিজ্ঞেস করায় তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। তবে আমি আর তাদের আমার ভবনে রাখবো না।