ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পাবনার গয়েশপুরে জমি দখল হামলা ও ভাংচুর মামলা করায় গৃহবধুকে হত্যার হুমকি

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
ডিসেম্বর ১০, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা প্রতিনিধিঃ

জমি দখলকে কেন্দ্র করে জমির মালিক জাহাঙ্গীর মল্লিক ও তার স্ত্রী মারুফা খাতুনকে গুরতর আহত করে একই গ্রামের মোঃ কালাম, মজনু, মারজান ও তাদের সহযোগীরা।
জানা যায় পাবনা সদর থানাধীন গয়েশপুর ইউনিয়নের উত্তর মাছিমপুর গ্রামের জাহাঙ্গীর মল্লিকের সাথে কালাম, মজনু ও মারজানদের দীর্ঘদিনের ঝামেলা চলছিলো।

তারই ধারাবাহিকতায় গত ৩ ডিসেম্বর সকাল ১১:০০ ঘটিকার সময় কালাম, মজনু, মারজান, ওমর, মনিরুল, মাসুদ, রতন, আজাই ও কুরবান এসে জাহাঙ্গীর মল্লিকের বসতবাড়ির বেড়া ভেঙে জমি দখলের চেষ্টা করে। এমতাবস্থায় জাহাঙ্গীর মল্লিক বাধা প্রদান করলে তার ওমর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করলে জাহাঙ্গীর গুরুতর আহত হয়ে চিৎকার করে। তার চিৎকার শুনে তার স্ত্রী মারুফা খাতুন ছুটে এলে তাকেও আঘাত করে। পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী ছুটে এলে তারা হুমকি দিয়ে পালিয়ে যায়। জাহাঙ্গীর মল্লিক গুরুতর আহত হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এদিকে বাড়িতে গৃহবধু একা থাকায় উপরোক্ত আসামীরা এসে হত্যার হুমকি দেয় এই বলে যে থানা থেকে অভিযোগ তুলে নিয়ে এই জায়গা ছেড়ে দিতে। গৃহবধূ আতংকগ্রস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছে। নিরিহ পরিবারটি তাদের সম্বল সামান্য বসতবাড়ির জমি ও নিজেদের জীবন রক্ষার্তে প্রশাসন ও সাংবাদিকদের দ্বারস্থ হোন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন আমরা অভিযোগ গ্রহণ করেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করছি। শিঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এবং জায়গা সন্ক্রান্ত বিষয়ে সমাধানের জন্য উভয় পক্ষের সাথে আলোচনা করবো।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!