ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মহান বিজয় দিবস উপলক্ষে পাবনা রাইফেল ক্লাবের উদ্যোগে স্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
ডিসেম্বর ১৬, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

জুবায়ের খান প্রিন্স, পাবনা:

৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্যুটিং প্রতিযোগিতার আয়োজন করে পাবনা রাইফেল ক্লাব। ১৬ই ডিসেম্বর (সোমবার) দুপুরে পাবনা জেলা রাইফেল ক্লাবে এ স্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্যুটিং প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিরা খেলায় অংশগ্রহণ করেন।

অফিসার্স ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন পাবনা জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলাম, পাবনা জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খান , জেলা এনএসআই পাবনার উপ-পরিচালক তৌফিক ইকবাল ও এনএসআই পাবনার সহকারী পরিচালক আনিস-উর-রহমান সহ জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা বৃন্দ।

স্যুটিং প্রতিযোগিতায় অফিসার্স ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেন জেলা এনএসআই পাবনা কার্যালয়ের উপ-পরিচালক তৌফিক ইকবাল ও তৃতীয় স্থান অধিকার করেন জেলা এনএসআই পাবনার সহকারী পরিচালক আনিস-উর-রহমান।

 

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ কালে আয়োজকেরা বলেন, পাবনা রাইফেল ক্লাব জাতীয় ও আন্তর্জাতিক মানের স্যুটার তৈরীতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। ইনশাল্লাহ পাবনা রাইফেল ক্লাবের সদস্যরা স্যুটিংয়ে তাদের সফলতার মাধ্যম দেশব্যাপী পাবনার সুনাম বয়ে আনবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!