ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
ঈশ্বরদীতে নানা কর্মসুচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিজয়স্তম্ভে ৩১ বার তপোধ্বনীর মধ্য দিয়ে দিনের কর্মসুচি শুরু হয়।
উপজেলা প্রশাসনসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখা, বিএনপিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পতাকা উত্তোলন, বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, চিকিৎসা ক্যাম্প, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদানসহ নানা কর্মসূচি পালন করা হয়।
সকাল থেকেই ঈশ্বরদী আলহাজ্ব মোড়স্থ বিজয়স্তম্ভে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি পুষ্পমাল্য অর্পন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সংগঠন। এছাড়া বাংলাদেশ জামায়েত ইসলামীর পক্ষ থেকে বিজয় র্যালী করা হয়।
তবে বাংলাদেশ আওয়ামী লীগ বা তার সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিজয় স্তম্ভে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি।