ফজলুর রহমান খান। আটঘরিয়া(পাবনা) সংবাদদাতা:
২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান আহত ও শহীদের স্মরণে তাদের পরিবারের সদস্যউপস্থিতিতে “স্মরণ সভা” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ নভেম্বর আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মুস্তারীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার, কৃষি অফিসার সজীব আল মারুফ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্ত্ ডা.আব্দুল্লাহ আল আজিজ,
মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,
উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, আটঘরিয়া পৌর বিএনপির আহবায়ক আমজাদ হোসেন প্রমুখ।
উক্ত স্মরণ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।