আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা:
পাবনার আটঘরিয়া উপজেলা জামাতে ইসলামি রুকন সম্মেলনে প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটঘরিয়া উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন।
৬ নভেম্বর বুধবার সকাল ৮টায় দেবোত্তর দাখিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে আটঘরিয়া উপজেলা আমীর নির্বাচিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাতে ইসলামি নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অফিস সেক্রেটারি এসএম সোহেল। ২০২৫–২৬ সেশনের জন্য নির্বাচিত আমীরকে গঠনতন্ত্র অনুযায়ী শপথ বাক্য পাঠ করান জেলা জামাতে ইসলামি নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক আমীর মাওলানা আমিরুল ইসলাম।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।