আটঘরিয়া(পাবনা) সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী আটঘরিয়া উপজেলা শাখার আয়োজনে পৈশাচিক পল্টন হত্যা দিবস ২৮ অক্টোবর ২০০৬ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ অক্টোবর বিকালে আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান মাওলানা মো: জহুরুল ইসলাম খান।
আটঘরিয়া উপজেলা জামায়াতে আমীর মাওলানা নাছির উদ্দীন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে সাবেক আমীর হাফেজ মাওলানা মো : আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন,
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা শাখার সভাপতি ইসরাইল হোসেন শান্ত, লক্ষীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা নকিবুল্লাহ, চাঁদভা ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ,
একদন্ত ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুল মালেক, আটঘরিয়া পৌর জামায়াতে ইসলামী আমীর মাওলানা মামুনুর রহমান লিটন, দেবোত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা মাে: আব্দুস সালাম, মাজপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুল মকিম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম মাসউদ, সাবেক সেক্রেটারি সাইদুল ইসলাম মোল্লা।
গত ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা সহ সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের লগি-বৈঠার আন্দোলনে বেশ কয়েকজন নেতা-কর্মী নিহত হয়েছিল বলে তাদের স্মরণে এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।