ফজলুর রহমান খান, আটঘরিয়া(পাবনা) :
২০২৪-২০২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় সরিষা, গম, মশুর, খেসারী, শীতকালীন পেঁয়াজ, ভূট্রাও অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও প্রান্তিক কৃষকদের মাঝে “বিনামুল্যে বীজও রাসায়নিক সার বিতরণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
এসময় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মো: আরিফুল ইসলাম সহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ সজীব আল মারুফ বলেন, এউপজেলায় মোট ৬৯৬০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক বিতরণ করা হয়েছে।
এর মধ্যে ৪ হাজার জন কৃষককে সরিষার বীজ, ২ হাজার জন কৃষককে গম, ২শ জন কৃষককে মসুর, ২শ জন কৃষককে খেসারি, ৫শ জন কৃষককে শীতকালীন পেঁয়াজ, ৫০ জন কৃষক ভৃট্রা,১০ জন কৃষককে অড়হড় বীজ ও ১ কেজি সরিসা, ১০ কেজি ডিএপি সার,১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।
আটঘরিয়া পৌরসভায় ৪৫৫ জন,মাজপাড়া ইউনিয়নে ১১৪০ জন, চাঁদভা ইউনিয়নে ১১৪০ জন,দেবোত্তর ইউনিয়নে ১৩৭০ জন, একদন্ত ইউনিয়নে ১৬২০ জন ও লক্ষীপুর ইউনিয়নে ১২৩৫ জন কৃষককে এই প্রনোদনা দেয়া হয়েছে।