জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ
কঠোর বিধিনিষেধের পরও স্থানীয় সন্ত্রাসীরা ক্ষমতাসীন ব্যক্তি ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে বালু উত্তোলন।
১৬ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ৭:০০ ঘটিকা হইতে রাত ১০:৩০ ঘটিকা পর্যন্ত অভিযান চালিয়ে ট্রাক ও স্কেভটর চালকসহ ৪ জনকে আটক এবং ৫ টি ট্রাক ও ১ টি স্কেভেটর জব্দ করা হয়।
পাবনা জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর গোপন তথ্য ও সার্বিক তত্বাবধানে পাবনা সদর উপজেলাধীন হেমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর পদ্মা নদীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুরাদ হোসেন কতৃক এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন ১) মোঃ মাসুদ ড্রাইভার(৪০), পিতা- মোঃ আফতাব, সাং ইসলামপুর, হেমায়েতপুর, পাবনা। ২) হালিম(৪৫), পিতা মৃত শাহজালাল প্রামাণিক, চরবাঙ্গাবাড়িয়া, হেমায়েতপুর, পাবনা সদর। ৩) মনির(২৫) পিতা রশিদ জর্দা, সাং চরবাঙ্গাড়িয়া, পাবনা সদর, ৪) আব্দুর লতিফ (২৫) পিতা আব্দুল করিম, সাং টিকরী, দাপুনিয়া, পাবনা সদর। আটককৃত প্রত্যেককে ২০ দিনের করে জেল দেওয়া হয়।
এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আজকের দর্পণ প্রতিনিধির আলাপকালে জানা যায় জেলা প্রশাসকের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জরুরী বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন যে এখন থেকে আরও কঠোরভাবে নিয়মিত অভিযান চলবে এবং যারা এসবের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে অনেক তথ্য প্রমাণ সংগ্রহ হয়েছে, শিঘ্রই তাদেরকে সমূলে গ্রেপ্তার করা হবে।