ফজলুর রহমান খান। আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা:
পাবনার আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজের উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর বুধবার বিকেলে কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ এডভোকেট শাজাহান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শফিকুজ্জামান সরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আতাউর রহমান রানা, আটঘরিয়া উপজেলা জামাতের আমীর মাওলানা নকীবুল্লাহ, একদন্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর হোসেন আকু,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেছা শাজাহান, একদন্ত ইউনিয়ন জামাতের আমীর মাওলানা আব্দুল মালেক, অভিভাবক আব্দুল আলীম,সহকারী অধ্যাপক আশরাফুল আলম,সিনিয়র প্রভাষক কোরবান আলী, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান প্রমুখ।
এর পর কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলো লুবনা খাতুন,তাছলিমা খাতুন, আশিফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সিনিয়র প্রভাষক আবুল কালাম আজাদ।