ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে গুলি ও মাথায় কুপিয়ে যুবলীগ কর্মীকে হত্যা

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
নভেম্বর ১৮, ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি:

ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলি ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতে  এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পাবনার ঈশ্বরদীতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

নিহত যুবলীগ কর্মীর নাম ওয়ালিফ হোসেন মানিক (৩৫)। তিনি উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল রূপপুর মোড় গ্রামের ইউনুস আলীর ছেলে এবং পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুর ছোট জামাতা। তিনি পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৭ জুন ছাত্রলীগ কর্মী তাফসির আহম্মেদ মনা হত্যা মামলার আসামি ছিলেন ওয়ালিফ হোসেন মানিক। ২০ দিন আগে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর জেল থেকে বের হয়েছেন। আজ সোমবার সেই মামলায় আদালতে হাজিরার তারিখ ছিল। সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় ওঠার পরপরই তাঁর ওপর হামলা চালানো হয়। প্রথমে তাঁকে গুলি করা হয়। এরপর তিনি পড়ে গেলে তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত মানিকের বাবা ইউনুস আলী জানান, আজ সোমবার সেই মামলায় আদালতে হাজিরার তারিখ ছিল। মানিক সকালে আমার কাছে টাকা চাইলো আদালতে যাওয়ার জন্য। সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যাওয়ার পরপরই ৮ থেকে ১০ জন এসে তাকে প্রথমে গুলি করে এবং এরপর সে পড়ে গেলে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আশা করছি তাদের দ্রুত গ্রেপ্তার করতে পারব।

উল্লেখ্য, ঈশ্বরদীর রূপপুর মোড় এলাকায় দীর্ঘদিন ধরে ছাত্রলীগ, যুবলীগ নেতা-কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে অভ্যন্তরীন বিরোধ চলে আসছে।

সেই বিরোধের জেরে ২০১৫ সালের ১ জুন বিকেলে রূপপুর মোড় এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সৌরভ হোসেন টুনটুনি (২৬) নামে ছাত্রলীগের এক কর্মীর বাম হাত কেটে নেয় প্রতিপক্ষ। তারপর থেকে স্থানীয়ভাবে তাঁর নাম হয়ে যায় হাত কাটা টুনটুনি। সেই ঘটনার পর ২০২৩ সালের ১৭ জুন রাতে লক্ষীকুন্ডা গ্রামের এমপি মোড়ে প্রতিপক্ষের গুলিতে নিহত হন সৌরভ হোসেন টুনটুনির ছোট ভাই আরেক ছাত্রলীগ কর্মী তাফসির আহম্মেদ মনা (২৪)।

 

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!