ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি:
পাবনা জেলা বিএনপি’র সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক, ঈশ্বরদী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি ও সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেফাউর রহমান রাজু’র (৫৪) জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার ২১ ডিসেম্বর ভোর সোয়া ৫ টায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন নেফাউর রহমান রাজু।
তিনি ঈশ্বরদীর সাহাপুর স্কুলপাড়াস্থ মৃত মাহফুজুর রহমান মাফুর ছেলে ছিলেন। এলাকায় সবার প্রিয় ও পরম শ্রদ্ধার এবং সম্মানের পাত্র ছিলেন তিনি।
উল্লেখ্য, বিএনপি নেতা নেফাউর রহমান রাজু ১৯৯৪ সালে ঈশ্বরদীতে তৎকালিন বিরোধীদলীয় নেত্রি সদ্যপতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মিথ্যা ও ভিত্তিহীন মামলার ফরমায়েশী রায়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি ছিলেন। কারাগারে চরম নির্যাতন জুলুম ও বিনা চিকিৎসায় অসুস্থ্য হয়ে পড়েন রাজু। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনার পতন হলে বিগত দুইমাস আগে নেফাউর রহমান রাজুসহ ৩৯ নেতাকর্মী জামিনে মুক্তি লাভ করেন। এরপর থেকেই রাজু চিকিৎসাধীন ছিলেন।
সাবেক এই চেয়্যারমানের জানাজা নামাজে অংশগ্রহণ করেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, জেলা জামায়েতর আমির আবু তালেব মন্ডলসহ জেলা ও উপজেলা বিএনপি-জমায়াতের শীর্ষনেতৃবৃন্দ, হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ এবং আত্বীয়স্বজন।