ঈশ্বরদী (পাবনা) পাবনা :
ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় উপজেলার মুলাডুলি বাজার এলাকায় মুলাডুলি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্দ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেন।
বিক্ষোভ মিছিলটি মুলাডুলি কাঁচা বাজার (সবজি আড়ৎ) থেকে শুরু হয়ে রাজাপুর মোড় ঘুরে মুলাডুলি বাজারস্থ মুক্ত মঞ্চে সমাবেস এর মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্ত্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল হক সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, ঈশ্বরদী উপজেলা বিএনপি নেতা হাজী মোঃ স্বপন, দাশুড়িয়া ইউপি বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, মুলাডুলি ইউপি বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শাহানাজ পারভীন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক,ফিরোজুল হক, আমিনুর রহমান দেওয়ান,মুকুল হোসেন, প্রভাষক বাবর আলী, হাবিবুর রহমান হাবি, বাচ্চু, ঈশ্বরদী উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী টনি বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হেদায়েতুল ইসলাম অনিক প্রমুখ।
বক্তারা আরো বলেন, বিশ বছর আগে কুচক্রী মহল মিথ্যা মামলা দিয়ে জনপ্রিয় নেতা শরিফুল ইসলাম তুহিনকে ফাঁসিয়ে দেয় । আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ইতিমধ্যে শরিফুল ইসলাম তুহিন ২০ বছর কারাদণ্ড অতিক্রম করেছেন। আইন অনুযায়ী তাকে নিঃস্বার্থ মুক্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
শরিফুল ইসলাম তুহিন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, জেলা যুবদলের সাবেক ১ নং যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং দাশুড়িয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান।
এ সময় একই মামলায় কারাবন্দি আব্দুল হান্নান, সাইফুল ইসলাম বাচ্চু, আমিনুল ইসলাম আমিন এর মুক্তি চাওয়া হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন মুলাডুলি বিএনপি নেতা এনামুল হক মেম্বার, আফাজ মন্ডল, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, যুবনেতা হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন সেন্টু, মুলাডুলি ইউপি যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, সদস্য সচিব আলী আকবর, মুলাডুলি ইউপির যুবদলের যুগ্ন আহবায়ক জহুরুল মন্ডল, যুবনেতা হাফিজুর রহমান, সুজন শেখ, মাসুদ প্রাং, হাবিব, মাসুদ,মাসুদ খান, ইশারত, লাবু,কিরন,খোকন সরদার, ইজাজুল হক সোহাগ, আশরাফুল, পলাশ শেখ, মাসুদ, মুন্না, রুবেল, সাদ্দাম, রাব্বি, সাদ্দাম, জহুরুল, হৃদয় খন্দকার, রায়হান মল্লিক রাজু, শিশির খন্দকার , সুজন, শাহিন আলম, নান্টু মোল্লা, মিলন মন্ডল, মুলাডুলি ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব নাহার খান,জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা, নসীব হোসেন, মাকসুদুর রহমান,বড়াইগ্রাম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন খলিফা, শ্রমিকদলের কল্লোব শেখ, মোঃ শামিম, সাজু, ইনু, উপজেলা ছাত্রদলের রুহুল আমিন সজীব, ছাত্র নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক,ছাত্রনেতা আকাশ খান, জুবায়ের ইমরান খান, আলামিন হোসেন ,জিয়াউর রহমান, অনিক হোসেন, জুবায়ের ইমরান খান শিয়াম, ডোনা, শাওন, ইউনিুছ, আরাফাত, তাজ, রায়হান, জয় হোসেন , রাসেল হোসেন, বড়াইগ্রাম ছাত্রদলের সদস্য সচিব কাননসহ অনেকেই।