ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি :
রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত টার দিকে ঈশ্বরদী উপজেলার বয়রা গ্রামের যুবলীগ কর্মী জাহাঙ্গীর কর্তৃক বিএনপির এক কর্মীকে ছুরিকাঘাত করে আহত করা হয়। আহত বিএনপি কর্মী মো. ইজাজুল (৩০) কে প্রথমে ঈশ্বরদী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা উন্নত না হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে হাসপাতল কর্তপক্ষ।
এ ঘটনার জের ধরে আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বিখুব্দ শতাধিত জনতা যুবলীগ কর্মী জাহাঙ্গীর এর বড় ভাই আশরাফুল ইসলাম চেতন গুরুর গাজার আস্তানা গুড়িয়ে দিয়েছে।
এলাবাসী জানান, দীর্ঘ বছর ধরে আশরাফুল ইসলাম ওরফে চেতন গুরু তার নিজ জায়গায় আস্তানা তৈরি করে বিভিন্ন অসামাজিক কাজ, গাজা সেবন, বিভিন্ন মাদক দ্রব্য ফেন্সিডিল, ইয়াবা বিক্রয় ও নারীদের মাধ্যমে বিভিন্ন অপকর্ম করে আসছে। আশরাফুল আলম চেতন এর ছোট ভাই গত কালকে ইজাজুল কে ছুরিকাঘাত করে।
ইজাজুলের চাচা শাফিউল্লাহ জানান, এর আগে চেতন গুরুর লোকজন আমাদের বাড়ীতে এসে আমার মাকে হত্যা করে। কিন্তু ওরা আওয়ামী প্রভাবশালী হওয়ায় আমরা মামলা করলেও তার সুরাহ পাইনি।
দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মহিদুল ইসলাম জানান, বয়রা গ্রামে আমাদের এক কর্মীকে ছুরিকাঘাত করে মারাত্বক ভাবে আহত করে যুবলীগ কর্মী জাহাঙ্গীর। সে এখন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দ্রæত এই দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, ঘটনার কথা লোকোমুখে শুনেছি। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।