ঢাকাশুক্রবার , ৪ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পাবনার ঈশ্বরদীতে অটো ভ্যান চুরি’ থানায় অভিযোগ

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
অক্টোবর ৪, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

তুহিন হোসেন :

পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে প্রায় রাতেই চুরির ঘটনা ঘটছে। ভ্যান, গরূ, ছাগল, মোবইলসহ বিভিন্ন জিনিসপত্র একের পর এক চুরি হতেই আছে। ধরা ছোঁয়ার বাহিরেই থেকে যাচ্ছে চোর চক্রের সদস্যরা।

শুক্রবার (০৪ অক্টোবর) রাত ১২: ৩০ মিনিটে ব্যাটারী চালিত অটো ভ্যান চুরি হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার দাশুড়িয়া-নওদাপাড়া (মাথালপাড়া রোড) শাহপাড়া মোড় সংলগ্ন নূর মুহাম্মদ এর ছেলে আসাদুল আলীর (৪০) বাড়িতে। প্রতিদিনের ন্যায় বৃহস্প্রতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যা সাত ঘটিকার সময় নিজের বাড়িতে ভ্যানটি তালা মেরে রাখা হয় এবং ঘুমিয়ে পড়েন আসাদুল’র পরিবারের সবাই। মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেলে ঘরের বাহিরে এসে দেখেন তার ভ্যান গাড়িটি বাড়িতে নাই।

আসাদুল আলীর ছেলে শিহাব জানান, আমাদের গাড়িটি সন্ধ্যায় তালা মেরে রাখি মাঝ রাতে চোর এসে গাড়িটি চুরি করে নিয়ে চলে যায়, আমার বাড়ির সবাই ঘুমিয়ে থাকা অবস্থায়। এই ভ্যান গাড়িটিই ছিল আমার শেষ সম্বল। গাড়িটির আনুমানিক মূল্য ৬৫,০০০/- টাকা। পরে সকালে সিসি টিভির ভিডিওতে দেখি আমার ভ্যানটি দুইজন চুরি করে নিয়ে গেছে। চুরির বিষয়ে থানায় অভিযোগ জমা দিয়েছি।

ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, ভ্যান গাড়ি চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ওই এলাকা সমূহে টহল জোরদার করা হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!