ঢাকামঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ২০১ বোতল ফেনসিডিল জব্দ, পুলিশ কর্মকর্তাসহ আটক ৩

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর থেকে পুলিশের এক এসআইসহ তিন জনকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক করেছে র‌্যাব-৬। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক তিন জন হলেন, হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এইআই সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সরদারের ছেলে সোহের আলী এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, হাটগোপালপুর এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে। এরপর সেখানে অভিযান চালায় র‌্যাব।

সে সময় প্রাইভেট কারে পাচারের সময় এক হাজার ২০১ বোতল ফেনসিডিলসহ ওই তিন জনকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!