ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পাবনার সদর -সাব রেজিস্টার অফিসে সাধারণ মানুষের ভোগান্তি

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
নভেম্বর ৭, ২০২৪ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ

চাকুরির জাতীয়করণের এক দফা দাবিতে পাবনার সদর সাব-রেজিস্টার অফিসের নকলবিশরা আজ প্রায় ২০ দিন কর্মবরতি থাকার কারণে পাবনার সাধারণ মানুষ দলিলের নকল নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়ে ফিরে যাচ্ছেন।

বাংলাদেশ এক্সট্রা – মোহরার ( নকলনবিশ) অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ডাকে গত ১৪ অক্টোবর থেকে পাবনার সদর সাব রেজিস্টারের কার্যালয়ের ৭৬ জন নকল নবিশ কর্মবিরতিতে রয়েছেন। যার কারনে পাবনার দূর-দূরান্ত থেকে দলিলের নকল নিতে আসা সাধারণ মানুষ একদিকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন, অপরদিকে তেমনি সাধারণ মানুষ পাবনার সাব রেজিস্টার হয়রানি হয়ে ফিরে যেতে হচ্ছে। শুধু তাই নয় জমির দলিলের নকল না পাওয়ার কারণে সাধারণ মানুষ জমির খারিজ করতে পারছেন না।

এই বিষয়ে  রবিবার পাবনা সদর সাব রেজিস্টার মোহাম্মদ ইউসুফ আলীর সাথে ফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নাই।

পরে পাবনা সদর -সাব রেজিস্টার অফিসের পেশকার মোহাম্মদ দিলবর এর সাথে ফোনে কথা হলে তিনি বলেন এটা ডিস্টিক রেজিস্টার এবং সাব রেজিস্টার এই বিষয় গুলো জানেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!