জুবায়ের খান প্রিন্স, পাবনা:
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পাবনা’র তথ্যের ভিত্তিতে জেলার আটঘরিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি মাথার খুলি সহ ০১ জন প্রতারক ও ভুয়া কবিরাজ কে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১৮ই নভেম্বর (সোমবার) দুপুরে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহারুল ইসলাম অভিযান পরিচালনা করে ৫টি মাথার খুলি সহ ০১ জন প্রতারক ও ভুয়া কবিরাজকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আটককৃত ভুয়া কবিরাজ ও প্রতারক কে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।
সাজাপ্রাপ্ত ভুয়া কবিরাজ মোঃ রেজাউল ইসলাম প্রামাণিক আটঘরিয়া পৌরসভার উত্তরচক এলাকার আবু বক্কর প্রামাণিকের ছেলে।
জানা যায়, সাজাপ্রাপ্ত প্রতারক ৪/৫ বছর যাবত জীনের মাধ্যমে চিকিৎসার নাম করে মানুষকে প্রতারণা করে আসছিল। সৌদি আরবের মক্কা, মদিনা ও ভারতের কামরু কামাখ্যা থেকে জীন আনার দাবি করে প্যারালাইসিস, জিন ভুতের আছর, পারিবারিক কলহ, যৌন দুর্বলতা, বন্ধ্যাত্ব সহ অসংখ্য রোগ ও সমস্যার সমাধানের নামে নগদ অর্থ, মুরগী, পাঁঠা সহ বিভিন্ন ধরনের উপঢোকন গ্রহণ করতো।
অভিযান পরিচালনা কালে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (আবাসিক চিকিৎসক) ডাঃ মোঃ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।