ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ডিবি পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
নভেম্বর ১৮, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ

পাবনায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি আভিযানিক দল।

পাবনায় গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার জালালপুর বাজারের ইদগাহ মাঠ সংলগ্ন ব্যবসায়ী রফিজুল ইসলামের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।

তিনি জানান, জব্দকৃত অস্ত্র ও গুলি পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দেওয়া হবে। তদন্তে অস্ত্রের মালিককে পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!