ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
নভেম্বর ২৮, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

জুবায়ের খান প্রিন্স, পাবনা:

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে পাবনা  জেলা উলামা পরিষদ। বৃহস্পতিবার পাবনা শহরের রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরের সামনে সমবেত হয়ে শহর ব্যাপী বিক্ষোভ মিছিল করে উলামা পরিষদের নেতাকর্মী বৃন্দ।

বিক্ষোভ সমাবেশে ইসকনকে ছাত্র -জনতার আন্দোলনে অর্জিত স্বাধীনতা ধুলিস্বাৎ করে পতিত সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্রের মূল হাতিয়ার উল্লেখ করে  নিষিদ্ধের দাবি তোলা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে শান্তিতে বসবাস করি। কিন্তু সাম্প্রতিক সময়ে ইসকন নামক একটি উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী সনাতনী ধর্মাবলম্বীদের উস্কানী দিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। অনতিবিলম্বে ইসকন কে নিষিদ্ধ করার দাবি জানান তারা। সমাবেশ শেষে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পাবনা শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, পাবনা জেলা উলামা পরিষদ, সদর উপজেলা উলামা পরিষদ,পাবনা পৌর উলামা পরিষদের নেতাকর্মী বৃন্দ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইসকন হটাও দেশ বাঁচাও, ইসকন জঙ্গি স্বৈরাচারের সঙ্গী, ইসকনের ঠিকানা বাংলাদেশে হবে না এসব স্লোগানে প্রকম্পিত হয়।

উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে ইসকন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় নিয়োজিত থাকার অভিযোগ উঠেছে। যেকারণে রাষ্ট্রদোহ মামলায় ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫শে নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে দেশ ধ্বংসের উদ্দেশ্যে বিভিন্ন চক্রান্ত করে আসছিল সংগঠনটি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!