জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)পাবনা ‘র তথ্যের ভিত্তিতে পাবনার আটঘরিয়া উপজেলায় অবস্থিত পাটকাঠি থেকে কার্বন উৎপাদনকারী দুইটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) শানজিদা মুস্তারী’র নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পরিবেশ দূষণের অপরাধে পাটকাঠি থেকে কার্বন উৎপাদনকারী দুইটি প্রতিষ্ঠানকে এক লক্ষ দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
২৬ নভেম্বর দুপুরে পরিচালিত অভিযানে জয়া কোম্পানী লিমিটেড কে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩ এর ২১ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ক্যাপ্টেন চারকোল লিমিটেড কে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ১২ ধারার বিধান লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ১ লাখ টাকা অর্থদন্ড প্রদানের পাশাপাশি দুইটি কারখানাই বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমান আদালত।
উল্লেখ্য, উক্ত প্রতিষ্ঠান দুইটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কয়েক বছর ধরে পাটকাঠি থেকে কার্বন উৎপাদনের মাধ্যেমে পরিবেশের ক্ষতিসাধন করে আসছিল। এছাড়াও উভয় প্রতিষ্ঠানেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন ছিল না।
অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুল মমিন।