ঢাকাবৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় সেনা কর্মকর্তা পরিচয় দেওয়া দুই প্রতারক আটক

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা প্রতিনিধি :

পাবনায় সেনাবাহিনীর কর্নেল ও জুনিয়র কমিশন্ড অফিসার (জেওসি) পরিচয় দেওয়া দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জেলা প্রশাসনের কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকেলে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে সেনা কর্মকর্তা পরিচয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টাকালে তাদের আটক করা হয়।

আটককৃত ভুয়া কর্নেল হাসিব রহমান ঢাকার মোহম্মদপুরের হাবিবুর রহমানের ছেলে ও ভুয়া জেওসি মেহেদী হাসান ফরিদপুরের নাগরকান্দা ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, হাসিব রহমান নামে এক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর কর্নেল ও অপর ব্যক্তি মেহেদী হাসান নিজেকে জেওসি পরিচয় দিয়ে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের অনুমতি চান। সন্দেহ হলে সেনাবাহিনীকে খবর দেই। পরে সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে এ দুজনকে ভুয়া বলে শনাক্ত করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়া দুই সেনা কর্মকর্তা আটকের খবর জেলা প্রশাসক কার্যালয় থেকে দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!