ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সংস্কার শেষে অতিদ্রুত নির্বাচন চায় বিএনপি- পাবনা’য় রুহুল কবির রিজভী

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
অক্টোবর ২০, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

জুবায়ের খান প্রিন্স,পাবনা:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে অতিদ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড.রুহুল কবির রিজভী।

২০ অক্টোবর (রবিবার) বিকেলে পাবনা জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম মির্জা আব্দুল আউয়ালের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান তিনি।

বেড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পাবনা জেলার বেড়া উপজেলাধীন কৈটলা ইউনিয়নের জয়নগর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মরহুম মির্জা আব্দুল আউয়ালের স্মরণ সভায় রুহুল কবির রিজভী আওয়ামীলীগ সরকার ও সরকারের মন্ত্রী, এমপি ও সহযোগীদের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা ও তাদের শাস্তির দাবি করেন। এসময় তিনি আওয়ামী সরকারের আমলে দেশের প্রত্যেকটি জেলখানা কে আয়না ঘর হিসেবে আখ্যা দেন।

পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব’র সভাপতিত্বে স্মরণ সভায় পাবনা জেলা বিএনপি, বেড়া উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী বৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!