ঢাকারবিবার , ২৮ এপ্রিল ২০২৪

আটঘরিয়ায় ৩ কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
এপ্রিল ২৮, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

আটঘরিয়া সংবাদদাতা:
পাবনার আটঘরিয়ার একদন্ত বারইপাড়া (নিয়ামতপুর) গ্রামের ৩ কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত শনিবার ২৭এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে। গোয়ালঘরে রাখা কয়েল থেকে আগুনের সূত্র পাত। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলো উক্ত গ্রামের জহুরুল হক, নুর হোহেন ও বাইজিদ। এ সময় ঘরে রাখা পেঁয়াজ- রসুন, ২টি গরু,স্বর্ণালঙ্কার, ফ্রিজ,ধান, চাল, কাপড়চোপড়, আসবাবপত্র,নগদ অর্থসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়।

বাড়ির মালিক নুর হোসেন জানান, আমার ১টি টিনের ঘর,১টি গর্ভবতী গাভী,৪০মণ পেঁয়াজ,১০ মণ রসুন, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র সহ প্রায় আট লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। জহুরুল হক জানান ১টি টনের ঘর,৩০মণ পেঁয়াজ,২০ মণ রসুন, ১টি ষাড় গরু,আসবাবপত্র, কাপড় চোপড়,গহনাসহ প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। জানাযায়, ঘর, ফ্রিজ,গহনা,আসবাবপত্র সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!