ঢাকাবুধবার , ৮ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
মে ৮, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

রেললাইনে লোহা বা রোডের পরিবর্তে বাঁশের ব্যবহার শুনলেও এবার দেখা গেছে বস্তার ব্যবহার।
নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ছয় ইঞ্চি ফাঁকা হওয়ার ঘটনা ঘটেছে। ফলে ওই স্থানে বস্তা গুঁজে ধীরগতিতে রাজশাহী রুটের ট্রেন চলাচল করছে। বর্তমানে ভাঙা অংশ মেরামতের কাজ চলছে।

বুধবার (৮ মে) সকালে উপজেলার লোকমানপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের এ অঞ্চলের রেললাইনগুলো প্রায় ৫০ বছরের পুরনো। ফলে রেললাইনের ধারণক্ষমতা কমে গেছে। এ জন্য কিছু কিছু স্থানে চাপে রেললাইনগুলো ভেঙে যায়।

সকালে একটি কমিউটার ট্রেন চলাচলের সময় স্থানীয় লোকজন রেললাইন ভাঙা দেখতে পায়। খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখে প্রায় ছয় ইঞ্চির মতো ভেঙে গেছে। এটা তেমন কোনো বিপজ্জনক নয়। ওই স্থানে ১০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করছে।
তিনি জানান, রেললাইনের ভাঙা স্থানে মেরামতকাজ চলছে। খুব দ্রæত সময়ের মধ্য স্বাভাবিক হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!