সুনামগঞ্জের দিরাইয়ে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দাদি-নাতনি প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মদনপুর সড়কের কাঠইর ইউনিয়নের গাগলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালককে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তলবাউসি গ্রামের আতাউর রহমানের মা শামসুন্নাহার (৭৫) ও মেয়ে মোছা. জান্নাত বেগম মোটরসাইকেলযোগে সুনামগঞ্জ শহরতলির বড়ঘাট থেকে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন।
শুক্রবার রাতে গাগলি এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে হতাহতরা ছিটকে পড়েন। তাদের মধ্যে শামসুন্নাহার ও জান্নাত ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুজন মারা গেছেন।